সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পুলিশের অভিযানে এম ডি রাব্বি (২৪) নামের একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে ২০০ গ্রাম গাজাসহ গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ জানুয়ারী) উপজেলার কলাকোপা ইউনিয়নের আমিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামী রাব্বি উপজেলার টুকনীকান্দা আমিরপুর এলাকার মৃত শুক্কুর আলী ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে থানায় কর্মরত এসআই মোঃ রাজিবুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সদের সহায়তায় নবাবগঞ্জ থানা এলকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযান কালে গোপন সংবাদের ভিত্তিতে কলাকোপা ইউনিয়নের আমিরপুর এলাকা থেকে পেশাদার মাদক ব্যবসায়ী এম ডি রাব্বিকে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুল ইসলাম বলেন, নবাবগঞ্জ থানার বিভিন্ন জায়গায় অভিযান চলাকালে তাকে গাজাসহ গ্রেপ্তার করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান নিয়মিত চলমান থাকবে।