সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া মোল্লা বাড়ি জামে মসজিদ ও জান্নাতুল মাওয়া কবরস্থান কমিটির উদ্যোগে বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামী সোমবার (৬ জানুয়ারী) দুপুুরে মোল্লা বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (৩ জানুয়ারী) বাদ জুম্বা নামাজের পর এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আসন্ন ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করিবেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, মুফতি আমির হামজা, কুষ্টিয়া। বিশেষ বক্তা হিসেবে বয়ান পেশ করিবেন মাওলানা হোসাইন আহমাদ মাহফুজ চুয়াডাঙ্গা ও হাফেজ ক্বারী আব্দুল ওয়াহাব দোহারী।
এছাড়াও ইসলামী সংগীত পরিবেশন করিবেন টিভি চ্যানেলের প্রখ্যাত ইসলামী সংগীত শিল্পী আবু বক্কর সিদ্দিক।
এ সময় মোল্লা বাড়ি জামে মসজিদ ও মাহফিলের সভাপতি আলহাজ¦ নুর-এ-আলম ঝিলু বলেন, আপনার সবাই অবগত আছেন আমাদের এই মাহফিলে প্রধান বক্তা হিসেনে বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, মুফাসসিরে কুরআন, মুফতি আমির হামজা আসবেন। তার বিষয়ে বেশি কিছু বলার নাই। তাকে সবাই এক নামেই চিনে এবং জানে। তার মাহফিলে প্রায় ৬০ থেকে ৭০ হাজার লোক বয়ান শুনতে আসেন। তাই আমরাও চাই আমাদের এখানেও ৬০/৭০ হাজার লোকের সমাগম হবে। আপনারা সবাই আসবেন। আমরা যথা সাধ্য চেষ্টা করবো পরিবেশটাকে সুন্দর ও ভাল রাখতে।