28 C
Dhaka
সোমবার, জুলাই ৭, ২০২৫

খাগড়াছড়িতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে হতাহত-২ (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

পাবর্ত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি :
খাগড়াছড়ির আলুটিলা এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত ও অপরজন গুরুত্বর আহত হওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে খাগড়াছড়ি-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আলুটিলার ২০ নং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক মোঃ ফিরোজ মিয়া (২০) বান্দরবানের লামার শিলাছড়ি এলাকার মোঃ কামাল হোসেনের ছেলে এবং আহত মোঃ রাকিব হোসেন (১৯) গোপালগঞ্জের চলকরপুরের ওহাব কাজির ছেলে বলে জানা গেছে। আহত ব্যক্তি খাগড়াছড়ি সদরে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, হতাহত ব্যক্তিরা খাগড়াছড়ি সদরের কলেজ গেইট এলাকায় ভাড়া বাসা থেকে বিভিন্ন জায়গায় দিন মজুরীর কাজ করতেন। বৃহস্পতিবার ভোরে কাজের সন্ধানে মোটরসাইকেল যোগে মাটিরাঙা যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সিমেন্ট বোঝাই করে খাগড়াছড়ি আসছিল। এ খবর পেয়েই পুলিশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সহায়তায় হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. দীপা ত্রিপুরা শুক্লা জানান, সড়ক দুঘর্টনায় এ ঘটনায় একজন নিহত এবং অপর একজন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন র্দূঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক মোঃ ফিরোজ নিহত হয়েছেন এবং অপর একজন আহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!