নিজস্ব প্রতিবেদক :
সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন, গণহত্যার বিচার, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবীতে গণ সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখা। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার দুবলী বাজারে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আনোয়ার চোকদার এর সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন ও প্রধান বক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ এর সহ-সভাপতি প্রফেসর ডাঃ মোঃ কামরুজ্জামান।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা যুবায়ের আহমাদ সাকী এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতি আল-আমিন শাহাদাত, দোহার থানা শাখা সভাপতি হাফেজ মাওলানা নুরুল ইসলাম, সহ-সভাপতি ডাঃ মোঃ বিল্লাল হোসেন, সেক্রেটারি মোঃ আব্দুল মালেক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লাসহ আরও অনেকে।