নিজস্ব প্রতিবদেক :
ঢাকার দোহার উপজেলায় পানিতে ডুবে মোঃ জুবায়ের নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গারচক এলাকায় এ ঘটান ঘটে। নিহত শিশু জুবায়ের ব্যাঙ্গারচক এলাকার মোঃ জুলহাস উদ্দিন এর ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে জুবায়ের বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। কিছুক্ষণ পর তার মা জুবায়েরকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করেন। পরে প্রায় দেড় ঘন্টা পর দুপুর দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরের পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।