সিনিয়র প্রতিবেদক :
টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে হামলায় ২জন নিহতের ঘটনায় সাদপন্থীদের চিহ্নিত খুনী দাবি করে এমন হত্যাকান্ডের ঘটনার প্রতিবাদে ঢাকার দোহারে সাদপন্থীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলার জয়পাড়া কালেমা চত্ত¡রে দোহার উপজেলার তৈৗহিদী জনতার আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাদপন্থীরা এদেশে ভারতীয় দালালদের নির্দেশে শান্তি নষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। যা আমরা কখনওই মেনে নেবো না।
এ সময় সমাবেশে সাদপন্থীদের এদেশ থেকে বয়কটের ডাক দেন বিক্ষোভকারীরা। এছাড়াও দোহারে সাদপন্থীদের কর্মকাÐ বন্ধের বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে আহবান জানান তারা। পরে সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত স্মারকলিপি জমা দেন উপস্থিত বিক্ষোভকারীরা।
এদিকে সভাকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার কালেমা চত্ত¡রে বিশৃঙ্খলা এড়াতে অবস্থান নেয় অতিরিক্ত পুলিশ।
এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, মাওলানা আব্দুর রহিম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মতিউর রহমান, মাওলানা রেজাউল করিম ও মুফতি মোঃ জুনায়েদসহ আরও অনেকে।
অপর দিকে, এর আগে ঢাকার নবাবগঞ্জে সকাল ১০টার দিকে উপজেলার কোর্ড বিল্ডিংয়ে সমাবেশ করেন উপজেলার তৈহিদী জনতা এবং সেখানেও সাদপন্থীদের বয়কটের ডাক দেন বিক্ষোভকারীরা।
পরে কোর্ড বিল্ডিং থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কায়কোবাদ চত্তর হয়ে মিছিলটি উপজেলার সদর শহীদ মিনারে গিয়ে নিহতদের আতœার মাগফিরাত কামনায় দোয়া করে সমাবেশ শেষ হয়।
এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন, মুফতি মোঃ জাকির হোসেন, মুফতি মিজানুর রহমান, মুফতি ইব্রাহিম খলিল নবাবগঞ্জী, মুফতি মাহবুবুর রহমান নবাবগঞ্জী, মুফতি আল আমিন, মাওলানা আনোয়ার হোসেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, কায়কুবাদ, আসাদ মাস্টার, ওমর ফারুক মাস্টার ও আব্দুর রহিমসহ আরও অনেকে।