সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ৩৫তম বিসিএস ব্যাচের নারী ইউএনও তানিয়া তাবাসসুমকে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইসরাত জাহান এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
জানা যায়, দোহারের বতর্মান ইউএনও ইলোরা ইয়াসমীনকে শরীয়তপুর সদরে বদলী করা হয় এবং গাজীপুরের জুডিশিয়াল মুন্সিখানা শাখার সিনিয়র সহকারী কমিশনার ৩৫তম বিসিএস ব্যাচের তানিয়া তাবাসসুমকে দোহারে ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।