নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সিটি সেন্টার এন্ড নুরুল ইসলাম টাওয়ারে এপেক্স ফুটওয়্যার এর শো-রুম উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সিটি সেন্টারের ২য় তলায় এ শো-রুমটির উদ্বোধন করেন এপেক্স ম্যানেজার আবু জাফর সজিব।
ক্রেতাদের স্বাচ্ছন্দ্য এবং শপিং এক্সপিরিয়েন্সকে আরো উন্নত করার কথা মাথায় রেখে শোরুমটি বড় আকার করা হয়েছে বলে জানায় ইয়াং বী কোম্পানি কর্তৃপক্ষ। এছাড়াও এই স্টোরটিতে এপেক্সের ইন হাউস এবং আন্তর্জাতিক মানের সব ব্যান্ডের জুতা, স্যান্ডেল এবং অ্যাকসেসরিজের সংগ্রহ রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কাজী আবুল হোসেন, ইকরাশি আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক নূর-এ আলম ঝিলু, প্রাক্তন শিক্ষক সমিতির সভাপতি মেহরাজউদ্দিন ভুইয়া, প্রাক্তন শিক্ষক আব্দুস সহিদ মৃধা, মোঃ মিজানুর রহমান মাসুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াং বী কোম্পানির পরিচালক রবিউল হক, মোঃ মিলন হুসাইন, মোঃ মিজানুর রহমান বেপারী, আবু নাঈম দোহারী, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ জাকির হোসেন শরিফসহ আরও অনেকে।