সিনিয়র প্রতিবেদক :
মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় ব্যারিষ্টার মেহনাজ মান্নানের পক্ষে বিজয় মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মরা। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার করম আলীর মোড় থেকে বিজয় মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড় হয়ে পুনরায় করম আলীর মোড়ে এসে এক সংক্ষিপ্ত সভার মধ্যে দিয়ে বিজয় মিছিলটি শেষ হয়।
এ সময় মিছিলে নের্তৃত্ব দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন খন্দকার, জেলা যুবদলের সহ-সভাপতি ফজলুল হক বেলায়াতী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আউয়াল আকন্দ, এ্যাডভোকেট মনির হোসেন, হারুন শেখ, বিএনপি নেতা মনির হোসেন, কবির শেখ, বোরহান উদ্দিন ও এ্যাডভোকেট সুমনসহ আরও অনেকে। ১৬ বছর পর স্বাধীন ভাবে রাস্তায় নামতে পেরে আনন্দ প্রকাশ করেন বিজয় মিছিলে উপস্থিত নেতাকর্মীরা।
এ সময় মিছিলে উপস্থিত বক্তারা বলেন, আগামী নির্বাচনে বিএনপি থেকে যাকেই মনোনয়ন দেবে তার সাথেই কাজ করবে নেতাকর্মীরা।