সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল থেকে উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।
এ সময় দিবসটি উপলক্ষে উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্ভোধন ও বিভিন্ন স্টল ঘুরে ঘুরে পরিদর্শণ করাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশ গ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। পরে সকাল ১১টার দিকে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামসহ রাজনৈতিক ব্যক্তিবর্গ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থী, রোভার স্কাউট, গার্লস গাইড, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।