নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দূর্বৃত্তের দেওয়া আগুনে ৩ টি গরুসহ ২ টি ছাগল পুড়ে ছাই হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ডিসেম্বর) উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়নের বামুনহাটি গ্রামে দিবাগত রাত আড়ইটার দিকে আকবর তালুকদারের বাড়িতে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভোক্তভোগীরা।
ভোক্তভূগী শামসুর নাহার অভিযোগ করে বলেন, গত রবিবার (৮ ডিসেম্বর) সকালে আমার বাড়ি খালি পেয়ে ৪ টি চিনা হাঁস চুরি হয়। এ ঘটনায় প্রতিবেশী স্বপনের ছেলে আকাশকে হাঁস নিতে দেখে তার ছেলে সজিব ও প্রতিবেশীরা। এ নিয়ে শুক্রবার সকালে সজিব প্রতিবাদ করতে গেলে সেখানে সজিবকে মারধর করে পুকুরে ফেলে দেয় এবং সজিবকে জানে মেরে ফেলার হুমকি-ধামকি দেয় আকাশসহ তার সহযোগীরা। পরে ওই দিনই রাতেই আমাদের গোয়াল ঘরে আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আমাদের ডাক-চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে গোয়াল ঘরের আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গোয়ালে থাকা ৩টি গরুসহ ২টি ছাগল আগুনে পুড়ে মারা যায়।
তিনি বলেন, আগুন দিতে কাউকে দেখেনি কিন্তু সন্দেহ হচ্ছে পূর্ব শত্রæতার জেরেই আকাশ এমন ঘটনা ঘটিয়েছে।
এ বিষয়ে নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মোঃ মমিনুর ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরেই নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মামলা হলে জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।