বরিশাল থেকে জিয়াউল হক :
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হিমালয়ে থেকে আসা একটি বিরল প্রজাতির শকুনের দেখা মেলেছে। শকুনটি গত রবিবার (১ ডিসেম্বর) দাড়িয়াল ইউনিয়নের দাড়িয়াল এলাকার মুদি দোকানদার সোলাইমানের বাড়িতে ঘরের চালের উপর দেখা যায়।
জানা যায়, হিমালয় থেকে আসা শকুনটি অসুস্থ্য অবস্থায় সোলাইমানের বাড়ির ঘরের চালে এসে বসে। পরে বাড়ির লোকজন শকুনটি দেখতে পেয়ে সোলাইমনকে খবর দিলে সোলাইমান এসে আরও অন্য দুই একজনের সহযোগিতায় শকুনটি ঘরের চালের উপর থেকে ধরে উদ্ধার করেন সোলাইমান। শকুনটির উচ্চতা প্রায় ২ ফুট এবং ২ পাখা মেললে তার দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজনও প্রায় ১০ কেজি।
এ বিষয়ে সোলাইমান বলেন, আমি শকুনটি উদ্ধার করেই বন বিভাগে খবর দিয়েছি। বর্তমানে আমার থাকার ঘড়ের পাশেই ছোট একটি কাঠের ঘরে শকুনটি প্রায় এক সপ্তাহ যাবৎ লালন-পালন করে আসছি। শকুটিকে প্রতিদিনই ১টি করে মুরগী খেতে দিতে হচ্ছে। আর এজন্য বন-বিভাগের কর্মকর্তারাই এর খরচ বহন করছেন। শকুনটি আগের তুলনায় এখন প্রায়ই অনেকটা সুস্থ্য হয়ে উঠেছে। তবে শকুনটি সম্পূর্ণ রুপে সুস্থ্য হয়ে উঠলেই বন বিভাগের কর্মকর্তারা এটিকে ভাল একটি সুন্দর পরিবেশে অবমুক্ত করবেন বলে জানিয়েছেন।
এ সময় শকুনটির খবর এলাকায় ছড়িয়ে পড়লে শকুনটি দেখতে উৎসুক জনতা সোলাইমানের বাড়িতে এসে ভিড় জমায়। প্রতিদিনই উদ্ধারকৃত শকুনটি দেখতে বিভিন্ন এলাকা থেকে প্রায় শত শত মানুষ আসেন সোলাইমানের বাড়িতে।
এ বিষয়ে উপজেলা বন বিভাগের কর্মকর্তা বলেন, শকুনটি সম্পূর্ণ রুপে সুস্থ্য হয়ে উঠলেই ভাল একটি সুন্দর পরিবেশে অবমুক্ত করে দেওয়া হবে।