সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লটাখোল বিলেরপাড় এলাকায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেছের, প্রধান বক্তা নবাবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম ও বিশেষ বক্তা দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ।
এ সময় বক্তারা বলেন, বর্তমান বাংলাদেশে ধানের শীর্ষের জোয়ার বইছে। আর এই জোয়ারে আগামী নির্বাচনে ঢাকা জেলা বিএনপির সভপতি খন্দকার আবু আশফাককে ধানের শীষ ভোট দিয়ে বিজয়ী করে মন্ত্রী বানিয়ে আপনারা মন্ত্রীত্বের সাধ আদায় করে নেবেন।
রাইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আমির শিকদার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুকুল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপির সহ-সভাপতি তৌহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক সেন্টু ভূইয়া, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সরকার, দোহার উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ সোহেল রানা, রাইপাড়া ইউনিয়ন যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আজমীর হোসেন, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির কবিরাজ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার, দোহার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ রমজান খান, দোহার উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক রফিক কবিরাজ, দোহার উপজেলা তাঁতী দলের সাধারন সম্পাদক শামসুল আলম শেহের মাস্টার, দোহার উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আরাফাত উদ্দিন খান। দোহার উপজেলা যুবদল নেতা নজরুল ইসলাম, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ সোহাগ খান, যুবদল নেতা মোঃ মোরাদ হোসেন ও মোঃ মোতালেব এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দোহার উপজেলা জাসাসের সাবেক সভাপতি বজলুর রহমান পপি, রাইপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক বাবু হাওলাদার, দোহার পৌরসভা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজন মাহমুদ আনছারী, যুবদল নেতা কাজী মাহবুব, রাইপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শ্রাবণ আহমেদ সবুজ, যুগ্ন আহবায়ক মোঃ লিটন, দোহার উপজেলা ছাত্রদলের সভাপতি সেলিম উসমান, জয়পাড়া ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সৌমিক ভূঁইয়া, রাইপাড়া ইউনিয়ন বিএনপির সহ-স্বেচ্ছা বিষয়ক সম্পাদক মোঃ বশির হোসেন, পৌরসভা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, দোহার উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ শাহজাহান, রাইপাড়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ সাইফুল ইসলাম, মোফাজ্জল হোসেন, ফরহাদ হোসেন, দোহার উপজেলা যুবদল নেতা মোঃ মিঠুসহ বিএনপির সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।