32 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১৮, ২০২৫

দোহারের পদ্মায় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার দায়ে ৭ জেলেকে কারাদন্ড

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় পদ্মা নদীতে বৈদ্যুতিক শক দিয়ে অভিনব কায়দায় মাছ শিকারের অপরাধে ৭ জন জেলেকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান। শুক্রবার দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে এ কারাদন্ড দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার মাহমুদপুর ইউনিয়নের নারায়নপুর এলাকার শেখ আজিজ এর ছেলে মোঃ শেখ মুন্না (৪০), একই এলাকার মৃত শেখ লাল মিয়ার ছেলে শেখ নয়ন (৪৫), মৃত মুনসের মোল্লার ছেলে মোঃ মুকুল মোল্লা (৪২), সাকিম আলী শিকদার এর ছেলে জাহাঙ্গীর শিকদার (৩০), মাহমুদপুর হাজামবাড়ির মোড় এলাকার রহিম খা ছেলে মোঃ ইকবাল (৩০), মাহম্মুদপুর এলাকার লাল মিয়া বেপারী ছেলে মোঃ মিরাজ বেপারী (২৯), চরকুসাই চর এলাকার মোঃ জয়নাল বেপারী মোঃ রবিউল (৩৫)

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মৈনট ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিধির বহির্ভূতভাবে সরকারি নির্দেশনা অমান্য করে বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার অপরাধে ৭ জন জেলেকে হাতে নাতে আটক হয়। পরে আটককৃতদের দোষ স্বীকারোক্তির ভিত্তিতে মোবাইল কোর্টে দÐবিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কাজে ব্যবহৃত ১২ভোল্টের ২ টি ব্যাটারী, ১টি ইনভার্টার মেশিন, ৪টি ছাঁক বা জালি ও কিছু জিআই তার জব্দ করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, কতিপয় পেশাদার জেলে সহজে বেশি মাছ শিকারের আশায় এই পদ্ধতি ব্যবহার করে মাছ শিকার করছেন যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি কাজ। বৈদ্যুতিক শক দিয়ে মাছ ধরার কারণে নদী, খাল, বিল ও হাঁওড়ে থাকা মাছের পোনা, ডিম, সাপ-ব্যাঙসহ অন্যান্য জলজপ্রাণীও মারা পড়ছে। এতে দেশীয় মাছের উৎপাদন কমে যাওয়ার পাশাপাশি জীববৈচিত্য হুমকির মুখে পড়েছে।

এ সময় অভিযান পরিচালনাকালে সংশ্লিষ্ট সকলকে সরকারি নির্দেশনা প্রতিপালনে উদ্বুদ্ধ করা হয়। জীববৈচিত্য রক্ষা এবং দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে দোহার উপজেলায় এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনাকালে সার্বিক ভাবে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!