নবাবগঞ্জ প্রতিনিধি :
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তিন শতাধিক দুস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার গোবিন্দপুর বাজারে বন্ধু ফাউন্ডেশনের উদ্যেগে জণকল্যান ভবনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুস্থ্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি হাজী মোঃ ফারুক হোসেন। যেকোন ধরণের মানবিক কাজে অসহায়দের পাশে থেকে সব সময় সহযোগিতা করতে চান বলে জানান এ সংগঠনের সদস্যরা।
এ সময় বন্ধু ফাউন্ডশনের আহবায়ক ভি পি মাসুদ ও সদস্য সচিব মোঃ মাসুদ পারভেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চূড়াইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনে, চূড়াইন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান লিটন, গালিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রিপন খানসহ লিটন আহম্মেদ সেন্টু, তাপস মেম্বার, আনিছ মেম্বার, বাহারুল ইসলাম, শাওকাত হোসেন, মোঃ উজ্জ্বল, মিজানুর রহমান, সুরুজ কামাল, রনি, রাশেদ, সুজন ও আদিল হোসেনসহ আরো অনেকে।