31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারে সালমান এফ রহমান ও সাবেক দুই ওসি সহ ৩৪ জনের নামে মামলা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ঢাকা-১ আসনের সাবেক এমপি সালমান এফ রহমান ও দোহার থানার সাবেক দুই ওসি মোঃ সাজ্জাদ হোসেন ও মোঃ মোস্তফা কামালকে আসামি করে আরও ১০ পুলিশ কর্মকর্তাসহ ৩৪ জনের নামে মামলা করেছেন দোহার উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ তৌহিদুর রহমান। মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা জেলা দায়রা জজ আদালতে এ মামলাটি দায়ের করা হয়। যার মামলা নং-৬০৪।

এছাড়াও এ মামলায় দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন ও তৎকালীন দোহার সার্কেলের সাবেক এএসপি মোঃ মাহবুব, দোহার থানার সাবেক ওসি তদন্ত ইয়াসিন মুন্সী, আওয়ামী লীগ নেতা পনিরুজ্জামান তরুন, বিলাসপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশেদ চোকদার, রাইপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনসহ আরও অজ্ঞাত শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানান যায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা চালানোর সময় দোহার থানার পুলিশ ও আওয়ামী লীগের কর্মীরা দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা করে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয় এবং ১৪ জনকে আটক করা হয়। পরবর্তীতে প্রায় আরও দুই শতাধিক নেতা-কর্মীদের বিরুদ্ধে একটি গায়েবি মামলা করে অনেক বিএনপির নেকাকর্মীদের গ্রেপ্তার করা হয়।

এ মামলার বাদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান বলেন, ওইদিন পুলিশের হামলায় গুরুতর আমি নিজেসহ বিএনপির প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হই। এরপ্রেক্ষিতে মঙ্গলবার (২৬ নভেম্বর) ঢাকা দায়রা জজ আদালতে আমি বাদী হয়ে এ মামলা দায়ের করি। এ মামলায় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকসহ ২৫ জনকে সাক্ষী করা হয়েছে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!