নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় অসুস্থ্য গরু জবাই করে বিক্রি করার অভিযোগে মোঃ দবির মোল্লা ও লোকমান মিয়া নামের দুই কসাইকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার জয়পাড়া বাজারের কশাই পট্টিতে এ অভিযান পরিচালনা করেন আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, রবিবার রাতে উপজেলার ঝনকি এলাকা থেকে একটি অসুস্থ্য গরু কিনে জবাই করে মাংস বিক্রির জন্য তাদের দোকানে নিয়ে এসে ফ্রিজে রাখেন দবির মোল্লা ও লোকমান নামের দুই কশাই। এমন সংবাদের ভিত্তিতে এই দুই কশাইয়ের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে অসুস্থ্য গরুর মাংস জব্দ করে ভ্রাম্যমান আদালতে ২০ হাজার টাকা করে দুই কশাইকে ৪০ হাজার টাকা অর্থদন্ড করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুন খান বলেন, দুই কশাইকে ৪০ হাজার টাকা অর্থদন্ডের পাশাপাশি জব্দকৃত মাংস পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।