রুপালী বাংলা নিউজ :
নারায়ণগঞ্জে চাঞ্চল্যকর ঝুট ব্যবসায়ী কবির হোসেন (৩৫) নামের একজনকে হত্যা করার মামলার “আমৃত্যু কারাদন্ড প্রাপ্ত” পলাতক আসামী মোঃ মনির হোসেন (৩২) নামের একজনকে গ্রেপ্তার র্যাব-১১। সোমবার (১৮ নভেম্বর) র্যাবের বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন কুতুবা আইল এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ র্যাব-১১ এর সিপিসি-১ কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধমে সাংবাদিকদের এ তথ্য জানান।
গ্রেপ্তারকৃত মনির নারায়ণগঞ্জ জেলা ফতুল্লা থানার কোতয়ালেরবাগ এলাকার কচু মাস্টারের বাসার ভাড়াটিয়া মোঃ বিল্লাল মুন্সির ছেলে বলে জানায় র্যাব। র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর অনাবিল ইমাম জানান, গত ২১ এপ্রিল ২০১১ সালে শিয়াচর এলাকার আনিছ মিয়ার ভাড়াটিয়া ও ঝুট ব্যবসায়ী কবির হোসেনকে রাত ১টার দিকে ফোন করে ডেকে নেয় অভিযুক্ত আসামিরা। এরপর ভিকটিম আর বাড়িতে ফিরেননি। পরদিন সকালে পাশের এলাকার একটি ডোবা থেকে তার গলা ও পেট কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী তাসলিমা বেগম বাদী হয়ে ফতুল্লা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এরই ধারাবাহিকতায় একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় দীর্ঘ ১৩ বছর যাবত আত্মগোপনে থাকা হত্যা মামলার আমৃত্যু সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ মনির হোসেনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তাররের পর নারায়নগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানায় তাকে হস্তান্তর করা হয়।