সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে হাবিবুর রহমান তুহিন নামের এক পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৮ নভেম্বর) রাতে উপজেলার নারিশা ইউনিয়নের উত্তর শিমুলিয়া এলাকার জালালপুর চকে এ ঘটনা ঘটে। সে ঢাকার হাজারীবাগ থানার উপ-পরিদর্শক হিসেবে দায়িত্বরত আছেন বলে জানা গেছে। দুর্বৃত্তদের হামলায় আহত তুহিন উপজেলার নারিশা পশ্চিমচর এলাকার মোশারফ হোসেনের ছেলে। এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে মোটরসাইকেল যোগে ঢাকা থেকে দোহারের তার নিজ বাড়িতে আসার পথে উপজেলার জালালপুর চকে এলে তার মোটরসাইকেলটি গতি রোধ করে ৩/৪ জন দুর্বৃত্ত। এ সময় তার হাতে ও শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে তার ডাক-চিৎকারে পেছুনে থাকা সিএনজি চালক আব্দুল মান্নান নামের একজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে উপজেলার মেঘুলা বাজারের প্রমিজ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পুঙ্গ হাসপাতালে রেফার্ড করেন। এ ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করেন দোহার থানা পুলিশ।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম বলেন, আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বর্তমানে আহত তুহিন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। প্রথামিক ভাবে ধারনা করা হচ্ছে ব্যক্তিগত কোন শুত্রæতার কারণে এমন ঘটনা ঘটিয়েছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। কিন্তু এ ঘটনায় এখনও আহতের পরিবারের পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাইনি বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।