শওকত আলী রতন :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া খালপাড় আব্বাস আলী আইডিয়াল হাই স্কুল এর বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দোহার উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেন্ট ভূঁইয়া, দোহার উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জুলহাস উদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি দেওয়ান ফরিদ প্রমূখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক ভাই ধানের শীষ প্রতিক নিয়ে দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনে নির্বাচন করবে। যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারে তাহলে এই বিদ্যালয়কে এমপিও ভুক্তসহ পাকা ভবন করা হবে।
এ সময় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সাংবাদিক শওকত আলী রতন, রাইপাড়া ইউপি সদস্য শেখ লিটন, অভিভাবক মোঃ রমজান আলী খোকন, সমাজ সেবক মোঃ গিয়াস উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক মোঃ তামিম হোসেন এর সঞ্চালনায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।