26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

দোহারে জনপ্রিয় ব্রান্ড “বাটা” শো-রুম এর উদ্ভোধন অনুষ্ঠিত (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় বিশ^ বিখ্যাত জনপ্রিয় ব্রান্ড “বাটা” শো-রুম এর শুভ উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলার জয়পাড়া বাজারের সিটি সেন্টার এন্ড নূরুল ইসলাম টাওয়ার এর ২য় তলায় এ শো-রুমটির উদ্ভোধন করা হয়।

উদ্ভোধন উপলক্ষে এ শো-রুমটিতে আগামী এক সপ্তাহ পর্যন্ত সকল পন্যের মধ্যে ১০% ডিসকাউন্ট দিয়েছেন শো-রুম কর্তৃপক্ষ। শো-রুমটির বিভিন্ন গ্যালারীতে রয়েছে আকর্ষণীয় মডেলের সব জুতা। রুচিশীল পছন্দের জন্য বিভিন্ন মডেলের জুতার সমাহার। বড়দের পাশাপশি বাচ্চাদের জন্যও রয়েছে বিভিন্ন রং-বেরংঙ্গের নানা মডেলের জুতা।

এ সময় শো-রুমটিতে জুতা ক্রয় করতে আসা আব্দুস সালাম শাকিল নামের একজন বলেন, আমাদের আগে ভাল মানের ব্যান্ডের জুতার ক্রয় করার জন্য বিভিন্ন জায়গায় যেতে হতো। তবে এখন এই জয়পাড়া বাজারেই ভাল মানের ব্যান্ড “বাটা” জুতার শো-রুম উদ্ভোধন হলো। এখন থেকে আমরা এই শো-রুম থেকেই ভাল মানের জুতা ক্রয় করতে পারবো।

শো-রুমটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম মিরাজ বলেন, আজকে এই জয়পাড়া বাজারের সিটি সেন্টার এন্ড নূরুল ইসলাম টাওয়ারে বিশ^ বিখ্যাত জনপ্রিয় ব্যান্ড “বাটা” জুতার শো-রুমটি উদ্ভোধন করা হল। এই ১০ তলা ভবনের প্রথম তলায় বেøা-ড্রিম কাপড়ের শো-রুমসহ বিভিন্ন ব্যান্ডের কাপড়ের শো-রুম রয়েছে। আজ এই ভবনের ২য় তলায় এই বাটা জুতার শো-রুম উদ্ভোধন করলাম। খুব শীঘ্রই এই ২য় তলায় আরও ৩টি শো-রুম এপেক্স, লট্টো, ও ওরিয়ন ব্যান্ডের জুতার শো-রুম উদ্ভোধর করবো। বর্তমানে শীতকালীন উপলক্ষে বিভিন্ন মডেলের জুতা রয়েছে। পুরুষ, মহিলাসহ বাচ্চাদের জন্যও অনেক ভাল মানের জুতা রয়েছে আমাদের এই শো-রুমটিতে। আশা করি আপনারা সকলেই এখানে আসবেন রুচিশীল পছন্দের জুতা সংগ্রহের জন্য।

এ সময় উদ্ভোধনকালে শো-রুমটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম মিরাজের পরিচালনায় উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা আব্দুর রহিম হুজুর, হাফেজ মাওলানা আব্দুল ওয়াহাব দোহারী, ইউ.কে মুসলিম অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার নজরুল ইসলাম, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নূর-এ আলম ঝিলু, শো-রুমটির পরিচালক মোঃ মিজানুর রহমান, মোঃ মিলন হোসেন, মোঃ রবিউল হক, মোঃ আবু নাইম তাই মিয়াসহ জয়পাড়া বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরও অনেকে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!