সাইফুল সুজন :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মরিচপট্টি এলাকায় এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ লিটনকে সভাপতি ও মাহাবুবকে সাধারন সম্পাদক করে ৫ সদস্যের একটি কমিটি ঘোষনা করা হয়।
এ সময় চুড়াইন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আবু সাঈদ।
এ ছাড়াও সম্মেলনে উপস্থিত ছিলেন, চুড়াইন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর, সহ-সভাপতি ইউসুফ মেম্বার, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নবাবগঞ্জ উপজেলা যুবদল রাশেদ কামাল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ, সভাপতি চুড়াইন ইউনিয়ন যুবদল আশরাফ, স্বেচ্ছাসেবক দল নেতা লিটন, স্বেচ্ছাসেবক দল নেতা ভিপি মাসুদ, চুড়াইন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আশিকুর রহমান, চুড়াইন ইউনিয়ন যুবদল নেতা মাসুদ পারভেজ, জিএম মোল্লা, তাপস মেম্বার, সাবেক ছাত্রনেতা সাইফুল সুজন, আনিছ মেম্বার, রাকিবুল ইসলাম, ফিরুজ হোসেন, ছাত্রদল নেতা সৌরভ, পোলকসহ বিএনপির অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
চুড়াইন ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে নব গঠিত কমিটির অন্য সদস্য হলেন, সহ-সভাপতি শহিদুল মৃধা, যুগ্ম সাধারন সম্পাদক রায়হান ও শুকুর আকনকে সাংগঠনিক সম্পাদক করে এ আংশিক কমিটি গঠন করা হয়।