সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার বাশঁতলা এলাকায় চাঞ্চল্যকর নাজমুল (২৪) হত্যাকন্ডের মূল পরিকল্পনাকারী রনি মিয়া @ ডাকাত রনি (৩৫) ও তার ছেলে নাজমুল (২০) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। সোমবার (১১ নভেম্বর) ফরিদপুর জেলার মধুখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১০।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে আসামী রনিসহ অন্যান্য আসামীরা কৌশলে ভিকটিম নাজমুলকে উপজেলার রাইপাড়া ইউনিয়নের বাশঁতরা এলাকায় একটি চায়ের দোকানে ডেকে নিয়ে যায়। পরে আসামী রনি মিয়া @ ডাকাত রনি এবং তার ছেলে মোঃ নাজমুলসহ অন্যান্য আসামীরা পূর্ব পরিকল্পনা মোতাবেক মোটরসাইকেল যোগে সেখানে আসেন। পরে ভিকটিম নাজমুলের উপর অতর্কিতভাবে আক্রমন করে দেশীয় অস্ত্র রাম দা দিয়ে এলোপাথাড়িভাবে কোপিয়ে ভিকটিম নাজমুলের নাক দ্বিখন্ডিত করে ফেলে। এছাড়াও নাজমুলের গলা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুত্বর রক্তাক্ত জখম করে। পরে মারধরের একপর্যায়ে ভিকটিম নাজমুলের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামী রনি ডাকাত ও তার ছেলে নাজমুলসহ অন্যান্য আসামীরা দ্রæত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।
এ সময় স্থানীয় লোকজন ভিকটিম নাজমুল’কে গুরুত্বর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পর ওই দিনই মৃত নাজমুলের মা মোসাঃ নাছিমা বেগম (৫৫) বাদী হয়ে নাজমুল হত্যাকান্ডের প্রধান আসামী রনি মিয়া @ ডাকাত রনি ও তার ছেলে নাজমুলসহ ৫ জন এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে দোহার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জাননা, হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় গুরুত্ব সহকারে প্রকাশ করায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ঘটনাটি জানতে পেরে র্যাব-১০ এর একটি চৌকশ আভিযানিক দল চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ও ছায়া তদন্ত শুরু করলে সোমবার (১১ নভেম্বর) সাড়ে ৩টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় ফরিদপুর জেলার মধুখালী এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারের পর আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে সাথে তাদের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে গ্রেপ্তারকৃত আসামীদেরকে দোহার থানায় হস্তান্তর করা হয় বলে জানান র্যাব-১০।
এ বিষয়ে দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম বলেন, চাঞ্চল্যকর নাজমুল হত্যাকন্ডের মূল পরিকল্পনাকারী রনি মিয়া @ ডাকাত রনি ও তার ছেলে নাজমুলকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেন র্যাব-১০। পরে আজ তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।