31 C
Dhaka
শনিবার, এপ্রিল ১৯, ২০২৫

দোহারের ইকরাশীতে নূর-শিশু একাডেমীর পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত (ভিডিওসহ)

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় নূর-শিশু একাডেমী আন্ত-ক্লাস ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার রাইপাড়া ইউনিয়নের ইকরাশী এলাকায় একাডেমীক প্রঙ্গণে এ পুরস্কার বিতরণ ও সাস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় একাডেমীক প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে কবিতা আবৃতি, অভিনয়, একক নৃত্য, দলীয় নৃত্য ও নাচ-গানে অনুষ্ঠানে উপস্থিত অতিথি, শিক্ষক, অভিভাকসহ অন্যান্য ছাত্রছাত্রীদের আনন্দ উল্লাসে মাতিয়ে তুলেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে নূর-শিশু একাডেমীর পরিচালনা পর্ষদের সভাপতি মালেকা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্রান্স প্রবাসী ও সমাজ সেবক নাইম আহমেদ ও বিশেষ অতিথি রাইপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি নাইম আহমেদ বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। আজকে যারা শিশু আগামীতে তারাই বড় হয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মত ভাল মানুষ হয়ে এই দেশকে পরিচালনা করবে। তাই তোমরা যারা শিক্ষার্থী আছো তারা সবাই মনোযোগ সহকারে পড়া-শুনা করে ভাল মানুষ হবে।

তিনি আরও বলেন, বর্তমান বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে ছাত্ররা নতুন বাংলাদেশের যাত্র শুরু করেছে। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে এই নূর-শিশু একাডেমীর শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে নতুন বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নূর-শিশু একাডেমীর প্রতিষ্ঠাতা ও ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক একলাল উদ্দিন আহমেদ, নূর-শিশু একাডেমীর পরিচালক কানিজ ফাতিমা চৌধুরী, ইকরাশী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল আলীম, সিনিয়র শিক্ষক মোঃ খুরশেদ আলম, নূর-শিশু একাডেমীর সাবেক প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, প্রধান শিক্ষক সাধনা রানী সরকার, ইকরাশী নবীন সংঘের সাবেক সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইকরাশী নবীন সংঘের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মাহমুদসহ একাডেমী অন্যান্য শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

মোঃ আরাফ তাওছীফ এর উপস্থাপনায় অনুষ্ঠান শেষে বিজয়ী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!