25 C
Dhaka
বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫

দোহারে ফ্রান্স প্রবাসী সিরাজ গাজী ও মিরাজ গাজীর সংবাদ সম্মেলন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় ফ্রান্স প্রবাসী সিরাজ গাজী ও মিরাজ গাজী দুই ভাই দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও দোহার থানার সাবেক ওসি মোঃ মোস্তফা কামালসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলন করেছেন। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে দোহার খালপাড় এলাকার বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ওরফে সোনা মিয়া গাজীর বাড়িতে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে সিরাজ গাজী বলেন, আমার এলাকার স্থানীয় একটি মাদ্রাসা যার প্রতিষ্ঠাতা ছিলেন আমার বাবা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। সেই মাদ্রাসার সাবেক কমিটির নিকট মাদ্রাসার হিসাব বুঝে নিতে গেলে সেখানে আওয়ামী লীগের লোকজনের সাথে বাকবিতন্ডতার সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় বিষয়টি নিয়ে থানা পুলিশের ধারস্থ্য হলেও আমরা কোন সহযোগিতা পায়নি। বরং বিষয়টি রাজনৈতিক ভাবে জড়িয়ে যায়।

তিনি আরও জানান, এরই ধারাবাহিকতার জের ধরে গত ২০ মার্চ ২০২৩ তারিখে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও দোহার থানার সাবেক ওসি মোঃ মোস্তফা কামালের নেতৃত্বে আমাদের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে আমার বীর মুক্তিযোদ্ধা বৃদ্ধ বাবাসহ আমাকে, আমার ভাই ও ভাইয়ের ৫ মাসের অন্তসত্ত্বা বৌ, আমাদের ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদেরকে দেশীয় অস্ত্র ও লাঠি, সাপল দিয়ে অমানুষিকভাবে নির্যাতন করে আমার পা ভেঙ্গে ফেলে এবং আমাদের পরিবারের সবাইকে রক্তাত করে আহত করে। এমনকি আমাদের ঘরে থাকা ১ লক্ষ ২৭ হাজার টাকা ও মোবাইল ফোন, ডায়মন্ডের আংক্টিসহ দামী দামী জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ সময় মিরাজ গাজী বলেন, আমরা দুই ভাই ফ্রান্স প্রবাসী। আমরা মাঝে মাঝে বাড়িতে আসা ও যাওয়ার মধ্যে থাকি। সে সময় আমাদের উপর পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের এমন আক্রমনের পর আমাদের দুই ভাইকে থানা হাজতে ধরে নিয়ে মিথ্যা মামলার মাধ্যমে জেলে পাঠায়। আমরা ২৩ দিন জেল খানায় বন্দি থেকে আমরা বাহিরে বের হই। এই ঘটনায় আমার বাবা আহত হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ না হয়ে এবং এমন তান্ডব না সইতে পেরে স্টক করে তিনি মারা যান।

তিনি বলেন, সেই সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন বলে আমরা কোন মামলা করতে পারি নাই এবং কোন ন্যায় বিচার পাইনি। এখন আমরা মামলার প্রস্তুতি নিয়েছি। এ বিষয় নিয়ে মামলা হবে। তাই আমরা এ সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই এবং প্রশাসনের নিকট দাবি করছি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে এদের দৃষ্টন্তমূলক শাস্তি ও সঠিক বিচার কামনা করছি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!