35 C
Dhaka
শনিবার, এপ্রিল ২৬, ২০২৫

দোহারে প্রশাসনের অভিযানে ৭ হাজার টাকা অর্থদন্ড

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভাস্থ জয়পাড়া বাজার, উপজেলা পরিষদ কমপ্লেক্স সংলগ্ন সড়ক এবং করম আলীর মোড় এলাকায় সড়কে আইন-শৃঙ্খলা রক্ষায় অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, গণ উপদ্রব সংঘটন, সড়কের পাশে নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা তৈরি, ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশন ব্যতীত মোটরযান চালানো, যত্রতত্র পার্কিং করাসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলায় ৪ জনকে ৭ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান বলেন, অবৈধভাবে ফুটপাত দখলমুক্ত করণ, গণ উপদ্রব বন্ধকরণ, সড়কের পাশে বিভিন্ন প্রতিবন্ধকতা রোধ, যানজট নিরসন এবং সড়কে মোটরযান ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে দোহার উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মোবাইল কোর্ট পরিচালনার সময় দোহার থানা পুলিশ ও দোহার পৌরসভা প্রশাসন সার্বিকভাবে সহযোগিতা করেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!