নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ে লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ এর আয়োজনে প্রায় এক হাজার রোগীদের মাঝে চশমা, ঔষধ ও চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দিনব্যাপী বিনামূল্যে রোগীদের এ সেবা প্রদান করা হয়।
চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে লায়ন্স ক্লাবের সাবেক কাউন্সিলর চেয়ারপার্সন ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বলেন, আগামীতে দোহার ও নবাবগঞ্জে কোন প্রকার অন্ধত্ব রোগী থাকবে না। সকল অন্ধত্ব রোগীদের পাশে থেকে আমরা সব সময় কাজ করে যাব। যে সমস্ত রোগীদের চোখে ছানি অপারেশন করা প্রয়োজন তাদেরকে ঢাকা নিয়ে লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে বলেও জানান তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, লায়ন্স ক্লাবের কাউন্সিলর চেয়ারপার্সন ফারহানা বখস, জেলা গর্ভনর শামসুল আলম, গ্লোবাল কো-অডিনেটর ইঞ্জিনিয়র আকরাম উজ্জামান, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ লায়ন্স ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও দোহার-নবাবগঞ্জের বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।