নিজস্ব প্রতিবেদক :
গণঅভ্যুত্থানের একমাস পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে দাড়িয়ে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া ছাত্র-জনতার স্মরণে ঢাকার দোহার উপজেলায় “শহীদি মার্চ” কর্মসূচী হিসেবে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলন দোহার শাখার আয়োজনে এ মিছিল ও পথসভা করা হয়।
এ সময় পথ সভায় শিক্ষার্থীরা বলেন, অনেক রক্ত ও ঘামের মাধ্যমে আমরা ২৪ এর স্বাধীনতা ফিরে পেয়েছি। কিন্তু স্বাধীনতার পরেও আমরা দেখতে পারছি যারা ছাত্রদের উপর অত্যাচার, নিপিড়ন, নিস্পিড়ন করেছেন সেই সব সন্ত্রাসীরা আবারও উৎ পেতে আছে আমাদের উপর হামলা করার জন্য। আর সেই সব আওয়ামী লীগের সন্ত্রসীদের যদি কোন দালাল চক্র আশ্রয় দেয় তাহলে আমরা তাদের কালো হাত ভেঙ্গে দেবা ইনশাআল্লাহ।
এ সময় “শহীদি মার্চ” কর্মসূচীর মিছিলটি উপজেলার জয়পাড়া ডিগ্রী কলেজ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার করম আলীর মোড়ে গিয়ে এক পথ সভার মধ্যে দিয়ে শেষ হয়।