নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় ঢাকার নবাবগঞ্জে ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।
এ উপলক্ষ্যে শিক্ষার্থীরা জাতীয় পতাকায় সজ্জিত হয়ে সরকারি দোহার নবাবগঞ্জ কলেজ ফটক থেকে শহীদি মার্চ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি থানার সামনে দিয়ে কায়কোবাদ চত্ত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে শেষ হয়। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভা করেন শিক্ষার্থীরা।
এসময় বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন, বহু রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সম্ভাবনার নতুন বাংলাদেশ। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনে আগস্টে রূপ নেয় সরকার পতনের এক দফা দাবিতে। টিকে থাকার সব চেষ্টা ব্যর্থ হলে ৫ আগষ্ট ভারতে পালিয়ে যায় স্বৈরাচার শেখ হাসিনা।
শহীদি মার্চে দোহার-নবাবগঞ্জ কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।