নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের ৪র্থ দিনের কর্মসূচি হিসেবে ঢাকার নবাবগঞ্জে ঔষধি, ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় বান্দুরা ইউনিয়নের মাঝিরকান্দা চালনাই আঞ্চলিক মহাসড়কের এক মাইল ব্যাপি দুই পাশের রাস্তায় ২০০টি গাছের চারা রোপন করা হয়।
পরে উপজেলা আঞ্চলিক সড়কের কার্যক্রম শেষে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংক্ষিপ্ত আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম।