নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি বিরোধী র্যালী ও মানববন্ধন করেছে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ র্যালী ও মানববন্ধনের আয়োজন করা হয়। এ সময় র্যালীটি নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত¡র থেকে বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে সেখানে দুর্নীতি বিরোধী মানববন্ধন করা হয়।
এ সময় র্যালী ও মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ-জালাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী রাশেদ মামুন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান ভূঁইয়াসহ আরও অনেকে।