সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহারে “দোহার প্রেসক্লাব” এর কমিটির মেয়াদ শেষ হওয়ায় কমিটি ভেঙ্গে নতুন করে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে দোহার প্রেসক্লাব ভবনে এক জরুরী সভা ডেকে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
প্রেসক্লাবের সদস্য শেখ সোহেল রানাকে প্রধান আহ্বায়ক করে এবং মোঃ সুজন হোসেন ও মোঃ সাইফুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় কার্যকরী সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাবেক কমিটির সদস্যরা আহ্বায়ক কমিটির নিকট দায়িত্বভার অর্পণ করবেন এবং আহ্বায়ক কমিটি দায়িত্বভার গ্রহণ করে শপথ গ্রহণ করবেন।
উল্লেখ্য যে, দোহার প্রেসক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী আগামী ৯০ দিনের মধ্যে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির নিকট আহ্বায়ক কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করবেন।