29 C
Dhaka
শুক্রবার, মে ৯, ২০২৫

নবাবগঞ্জে সালমান এফ রহমানসহ ১৭৩ জনের নামে মামলা

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এমপি হারুন অর-রশিদসহ ১৭৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২৫০-৩০০ জনের নামে ঢাকার নবাবগঞ্জ থানায় বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার কলাকোপা ভৈরাহাটি গ্রামের ফাতেমা বেগম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের ১ দফা দাবীতে গত ৫ আগষ্ট সকাল ১০টার দিকে উপজেলার নবাবগঞ্জ সদর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্র-জনতা শান্তিপূর্ণ কর্মসূচীতে অবস্থান করছিলাম। এ সময় সালমান এফ রহমানের নির্দেশে আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলাকারীরা আমাদের উপর আক্রমন করে। পরে তারা ছাত্র-জনতার উপর শর্টগানের ছিটা গুলি ছোড়ে এবং লাঠিসোটা নিয়ে হামলা করে। এতে আমিসহ অনেক শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হই। পরের দিন নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা আমার শরীর থেকে অনেক গুলো গুলি বের করে।

নবাবগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্-জালাল গণমাধ্যমকে মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!