মানিকগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও দুইজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭ টায় মহাসড়কের মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোলড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রফিক শেখ (৪৪) নামের ট্রাক হেলপার নিহত হয়। সে সদর উপজেলার রৌহাদহ গ্রামের শেখ ক্ষুদির পুত্র। আহত মুন্নাফ ট্রাক চালক ও নূর হোসেন বাস চালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকাগামী সেলফি পরিবহনের যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৩৭২৬) সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের (মানিকগঞ্জ- ট-০৫-০০০৪) মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপন দাস জানান, আহতদের হাসপাতালে রেফার করা হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলাও হয়েছে।