নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী বের করেছে বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা। সোমবার (২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ র্যালী বের করা হয়। পরে বৈরী আবহাওয়ার মধ্যেও র্যালীটি নবাবগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে ফিরে এসে শেষ হয়।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের নেতৃত্বে এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির দপ্তর সম্পাদক এরশাদ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নু, সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালামসহ বিএনপির বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতা কর্মীরা।