নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহরে ২০২৪-২৫ অর্থ বছরে রাজস্ব খাতের আওতায় জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচীর উদ্ভোধন করা হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে সরকারী জলাশয়ে মাছের পোনা মাছ অবমুক্ত করা হয়। উপজেলার পরিষদ জলাশয় ও বিভিন্ন পুকুরে পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন খান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, লাইভস্টক কর্মকর্তা ও সহকারী মৎস্য কর্মকর্তাসহ অনেকে।