নবাবগঞ্জ থেকে সিনিয়র প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাই পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
ঢাকা জেলা বিএনপির দফতর সম্পাদক এরশাদ আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবুল কালাম, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুস সালাম, সহ-সভাপতি মাসুদুর রহমান মাসুদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন খান, মিজানুর রহমান মিজান, বিএনপি নেতা রাসেল আহমেদ লেলিন, স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুল হক মিতু, যুবদল নেতা রাসেদ কামাল, রায়হানুল ইসলাম রাহিন, এড. খলিলুর রহমান, মুজাহিদুল ইসলাম, কৃষক দলের আসলাম মিয়া, মৎস্যজীবী দলের নজরুল ইসলাম, জেলা ছাত্রদলের শফিকুল ইসলাম নিরব, উপজেলা ছাত্রদলের ইসতিয়াক আহম্মদ চৌধুরী, মহিলা দলের শাহীনূর আলমসহ আরও অনেকে।