নিজস্ব প্রতিবেদক :
ঢাকার দোহারে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রস্তাবিত ৯ দফা দাবী আদায়ের লক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা ও পৌরসভা শাখার উদ্যোগে গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকেলে জয়পাড়া কালিমা চত্ত¡রে এ গনসমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সাধারন সম্পাদক হাফেজ রুহুল আমিন দেওয়ান ও যুগ্ন-সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী’র সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান।
এ সময় গনসমাবেশে বক্তারা বলেন, আপনারা আওয়ামীলীগকে ক্ষমতায় দেখেছেন, বিএনপিকেও ক্ষমতায় দেখেছেন, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছেন। সুতরাং কোন দলই এদেশের সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতে পারেনি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। তাই আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ক্ষমতায় আনুন। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণের সভাপতি আলহাজ্ব হাফেজ জয়নুল আবেদীন ও সমাবেশের উদ্বোধক ছিলেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ এর ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শাহাদাত হুসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিন শাখার সহ-সভাপতি অধ্যাপক কামরুজ্জামান, সাধারন সম্পাদক হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিনের প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মুফতী আল আমিন শাহাদাত , দোহার থানা মুজাহিদ কমিটির সদর মাওলানা আবু ইউসুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সাধারন সম্পাদক মোঃ আমজাদ হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ মোশারফ হোসাইন শামীম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, দোহার থানা শাখার সভাপতি মতিউর রহমান মোল্লা, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভার সভাপতি মাওলানা মুজাম্মিল হক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি মোঃ রাহাত আহমাদসহ আরও অনেকে।