26 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

দোহারে হয়রানিমূলক মামলার প্রতিবাদে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করেছে বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণ। মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে দোহার থানার মেইন গেটের সামনের প্রধান সড়কে এ অবস্থান কর্মসূচী ও মানববন্ধন করা হয়।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ছাত্র জনতার অর্জিত স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই হয়রানিমূলক মিথ্যা মামলা করা হয়েছে। যারা দোহারে বেষম্য বিরুধী ছাত্র আন্দোলনে হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হোক এবং পাশাপাশি এ মামলা থেকে নিরপরাধ ব্যক্তিদের বাদ দেওয়া হোক বলে মানবন্ধনে দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ২৫ আগস্ট ১৭৪ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাত ২শ থেকে ২৫০ জনের নামে নাশকতা মামলা করেন দোহারের বিলাশপুর ইউনিয়নের মোঃ শাহজাহান মাঝি নামে এক লোক।

এ মামলায় বেশ কিছু নিরপরাধ ব্যক্তির নাম আসায় এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচী শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর-রশিদের বরাবর একটি স্বারকলিপি প্রদান করেন বৈষম্য, দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণ।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!