সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলার জয়পাড়া বেগম আয়েশা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম এর পদত্যাগের দাবিতে একদফা দাবি নিয়ে অত্র বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মেইন রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। রবিবার (২৫ আগষ্ট) সকাল থেকে দিনব্যাপি এ বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা।
এ সময় শিক্ষার্থীরা অধ্যক্ষ কুলসুম বেগম এর পদত্যাগের দাবিতে একদফা দাবি নিয়ে রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। জানা যায়, কুলসুম বেগমের পদত্যাগের দাবিতে টানা কয়েকদিন যাবত শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করছেন।
এ সময় বিদ্যালয়ের এক শিক্ষার্থী বলেন, তিনি একজন অত্যাচারি শিক্ষক, তিনি আমাদের অভিভাবকসহ আমাদের সকল শিক্ষার্থীদের সাথে খুবই বাজে আচরণ করেন। তিনি বিদ্যালয়ের অনিয়মসহ দূর্নীতির সাথে জড়িত। আমরা এই অত্যাচারি শিক্ষকের পদত্যাগ চাই। তার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা এখানে দিনের পর দিন অবস্থান করবো।