নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জ উপজেলার চন্দ্রখোলা এলাকার শারিরিক ও বাক প্রতিবন্ধী বাবুল মন্ডল (২১) এর সন্ধান চায় তার পরিবার। তিনি গত ১৩ দিন যাবত নিখোঁজ রয়েছেন বলে জানা যায়। পরিবার সম্ভাব্য স্থানে খোঁজ করে তার সন্ধান পায়নি।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে নবাবগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। নিখোঁজ প্রতিবন্ধী বাবুল মন্ডল উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের চন্দ্রখোলা এলাকার প্রবাসী কালাচাঁন মন্ডলের ছেলে।
নিখোঁজ প্রতিবন্ধী বাবুল মন্ডলের চাচা ভানু মন্ডল জানান, প্রতিবন্ধী বাবুল মন্ডল কথা বলতে পারে না। পা বাকানো অবস্থায় খুড়িয়ে খুড়িয়ে হাটে। সে হারানোর সময় তার গায়ে সেন্টার গেঞ্জি ও হাফ প্যান্ট পরিহিত ছিল। বাবুল এর আগেও দু’বার হারিয়ে গিয়ে ছিল। তারপর দু-এক দিনের মধ্যেই বাড়িতে চলে এসেছে অথবা খারশুর ও বালুখন্ড গ্রামের আত্মীয় স্বজনদের বাড়ি থেকে পেয়েছি। কিন্তু এবার খারশুর কিংবা বালুখন্ড কোন আত্মীয়ের বাড়িতেই পাচ্ছি না।
তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, প্রতিবন্ধী বাবুল কারো কাছ থেকে চেয়েও খেতে পারে না। যদি কোন সুহৃদয়বান ব্যক্তি তার সন্ধান দিতে পারলে অনেক উপকৃত হবো। যদি কেই সন্ধান পেয়ে থাকেন তাহলে জানাতে যোগাযোগ করুন ০১৮১৪৯৫৫৭৮২ এই নাম্বারে।