23 C
Dhaka
শুক্রবার, এপ্রিল ১১, ২০২৫

নবাবগঞ্জে দুই চাচাতো ভাইয়ের দ্বন্দে আহত ৩

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নিজস্ব প্রতিবেদক :
ঢাকার নবাবাগঞ্জ উপজেলায় জমি সংক্রান্তের জেরে দুই চাচাতো ভাইয়ের দ্বন্দে উপজেলার বাহ্র পূর্বপাড় গ্রামের মৃত ইমান আলীর ছেলে মনিরুল ইসলাম রাজীব (৪২), সজীব (৩৫) ও কন্যা হামিদা খাতুন (৪৪) নামের তিন জনকে আহত করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২০ আগষ্ট) দুপুরে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে জানান গেছে। এ ঘটনায় আহত মনিরুল ইসলাম রাজীব ৬ জনকে অভিযুক্ত করে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগকারী রাজীব বলেন, আমাদের বসতঘরের সামনে আমাদের জায়গার উপর দিয়ে আমার চাচা শের আলীর ছেলে লিটন গংরা তাদের প্রতিনিয়ত ব্যবহৃত পায়খানার মলের লাইন বসিয়ে ছিলো ময়লা নিস্কাশনের জন্য। কিন্তু বেশ কয়েক সপ্তাহ ধরেই সেই মলের পাইপের লাইন ফেটে দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছিল। আমরা তাদেরকে বার বার তাগাদা দেওয়ার পরও তা মেরামত করেননি। পরে গত মঙ্গলবার দুপুরে এক প্রকার বিরক্ত হয়েই লিটনদের সাথে তর্কে জড়িয়ে পড়ি আমরা। এ সময়ে লিটন গংরা পূর্ব পরিকল্পিত অনুযায়ী ঘরে থাকা হাতুরী, লাঠি ও শাবল দিয়ে আকস্মিক ভাবে হামলা চালিয়ে আমাকে ও আমার ছোট ভাই সজীবকে মাথায় ও পিঠে পিটিয়ে গুরুত্বর জখম করেন।

এ সময়ে আমার বড় বোন হামিদা খাতুনকে মাটিতে ফেলে গলায় ও বুকে পাড়া দিয়ে ফেলে রাখেন লিটনের স্ত্রী কানন ও তার ৪ মেয়ে সাদিয়া আক্তার, লিমা আক্তার, রেহেনা বেগম, জুইঁ আক্তার। পরে আমাদের আতœচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সবাই পালিয়ে যায়। এ সময়ে স্থানীয়দের সহযোগিতায় আমাদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।

রাজীব আরও বলেন, এ ঘটনায় ওই দিনই আমি বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করি। পরের দিন বুধবার নবাবগঞ্জ থানার এস আই আব্দুল কাদের হাসপাতালে দেখতে আসেন এবং বাড়িতে আহতদের খোজঁ-খবর নেন। এ ঘটনায় বাড়িতে হামলাকারীরা পুনরায় অভিযোগ তুলে নিতে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে অভিযুক্ত লিটনের মোবাইল ফোনে বার বার ফোন দিয়েও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয় নাই।

এ বিষয়ে চুড়াইন ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ সায়েদুর রহমান সায়েদ বলেন, বর্তমান বাংলাদেশে জমির বিরোধ নিয়ে হামলার শিকার হচ্ছেন অনেকেই। পরিবার ও সমাজের নিরাপত্তায় এবং সামাজিক অনুশাসনকে যারা অবজ্ঞা করে যারা এই হামলা কান্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান করি।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার এস আই আব্দুল কাদের জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত লিটনরা আত্নগোপনে রয়েছেন। খুব শীঘ্রই তাদের আটক করা হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!