27 C
Dhaka
মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫

রাজধানীর মৎস্য ভবনের সামনে তিন দফা দাবিতে মানববন্ধন

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি :
তিন দফা দাবিতে মানববন্ধন করেছে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা। বৈষম্য দূর করে আগামী সাত দিনের মধ্যে এ দাবি মেনে নেওয়ার আহ্বান করা হয় মানববন্ধনে। বুধবার (২১ আগস্ট) রাজধানীর মৎস্য ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ফিশারিজ অ্যাসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধন শেষে ৫ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বরাবর একটি স্মরক লিপি দেওয়া হয়।

এ সময় মানববন্ধনে আসা মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের সঙ্গে বৈষম্য করা হচ্ছে। কর্মকর্তারা যথাযথ কাজ করলেও তাদের মূল্যায়ন করা হচ্ছে না। কর্মচারীগণ চাকরিজীবনে তাদের ন্যায্য অধিকার এতদিন না পাওয়ায় চরম বৈষম্যের স্বীকার হয়েছে। সংগঠনের যৌক্তিক দাবী বাস্তবায়ন না হওয়ায় মৎস্য অধিদপ্তরের ক্ষেত্র সহকারীগণের মাঝে চরম হতাশা আর অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে প্রতিনিয়ত চরম হেয় প্রতিপন্ন হচ্ছি আমরা।

মানববন্ধনে কর্মকর্তারা আরও বলেন, মৎস্য অধিদপ্তরের আওতাধীন শুধু ক্ষেত্র সহকারী/সমমানের পদধারীরা একই পদে ৩৫/৪০ বৎসর চাকুরী করেও এখনো পর্যন্ত কোন প্রকার পদোন্নতি প্রদান করা হয়নি। এসব কাজ চরম বৈষম্যমূলক। আগামী সাত দিনের মধ্যে কর্মচারীদের পদবি পরিবর্তন করে ও ১০ম গ্রেড বাস্তবায়ন এবং পদোন্নতি প্রদানের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবী জানাচ্ছি।

কর্মকর্তারা তিন দফা দাবি তুলে ধরে বলেন, আমাদের ১১তম গ্রেডভুক্ত ৪ বছরের ডিপ্লোমা ইন-ফিসারিজ (ইন-সার্ভিস) সনদ অর্জনকারী ক্ষেত্র সহকারী, হ্যাচারী টেকনিশিয়ান, ল্যাব সহকারী বা সমমান পদধারীগণকে উপ সহকারী মৎস্য কর্মকর্তা হিসেবে পদ পরিবর্তন করতে হবে। ১০ম গ্রেড বাস্তবায়ন করতে হবে। মৎস্য অধিদপ্তরের কর্মচারী নিয়োগ বিধিমালা ২০২০ সংশোধনপূর্বক সহকারী মৎস্য কর্মকর্তা পদে ১০০% পদোন্নতি দিতে হবে।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!