মোঃ শওকত হোসেন :
ঢাকার দোহার উপজেলার রাইপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর রাইপাড়া এলাকার মোসলেম মন্ডলের বাড়ি থেকে শুরু হয়ে রাইপাড়া ব্রীজ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘ ৫০ বছর আগে এই রাস্তাটি তৈরি হলেও নেই কোন সংস্কার। এ যেন দেখার কেউ নেই, এটি যেন এক অভিভাবকহীন রাস্তা। গত ১৬ বছর আগে আওয়ামী লীগ সরকার প্রথমবার ক্ষমতায় এলে রাস্তাটি সংস্কার করে বিছানো হয় ইটের ছলিং। সেই থেকে আজও পর্যন্ত আর হয়নি নতুন করে কোন সংস্কার।
এই রাস্তাটি ঘিরে প্রায় ২০০ পরিবারে বসবাস। সামান্ন বৃষ্টি হলে সৃষ্টি জলাবদ্ধতা। প্রতিনিয়ত এই এলাকার লোকজনকে পোহাতে চরম দূর্ভোগ। এ অভিভাবকহীন রাস্তাটি নিয়ে এলাকাবাসীর মধ্যে চরম হতাশা বিরাজ করছে। বিভিন্ন সময় এলাকাবাসী জনপ্রতিনিধিদের কাছে রাস্তাটি সংস্কারের দাবী করলেও পেয়েছেন শুধুই আশ্বাস কিন্তু হয়নি কখনও রাস্তাটির সংস্কার। বৃষ্টি মৌসুম এলেই স্কুল, কলেজ ও মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের পড়তে হয় চরম বিপাকে।
এলাকার আব্দুল হালিম সিকদার বলেন, রাস্তাটি ব্যবহারের খুবই অনুপযোগি হয়ে পড়েছে। দীর্ঘদিন যাবত রাস্তাটি সংস্কার করা হয়নি। সামান্ন বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বাড়ি থেকে অজু করে মসজিদে নামাজ পড়তে যেতে খুবই অসুভিধা হয়।
মোঃ মামুন হোসেন নামের একজন বলেন, এই এলাকার কেউ অসুস্থ হয়ে পড়লে বা কোন প্রসূতি মাকে তাৎক্ষণিক হাসপাতালে নিতে প্রয়োজন হলে তাদের খুবই ভোগান্তিতে পড়তে হয়। এমনকি অতি প্রয়োজনে একটি এম্বুলেন্স এই রাস্তাটি দিয়ে আসতে পারে না।
এলাকার মোঃ মিলন সিকদার জানান, ৫০ বছর আগে রাস্তাটি তৈরি হলেও এখনও এই রাস্তাটি ভালভাবে যানবাহন চলাচলের উপযোগী হলো না। অথচ এই রাস্তাটি দিয়ে প্রতিদিনই প্রায় এক হাজারেরও বেশি মানুষ ব্যবহার করে।
এলাকাবাসীর দাবি, এই এলাকাবাসীর জনদুর্ভোগ কমাতে দ্রুত এ রাস্তাটির মেরামত করে ভাল ভাবে চলাচলের উপযোগী করে তুলার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।