25 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় নিন্দা ও প্রত্যাহারের দাবি

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নারায়ণগঞ্জ থেকে আহসান সাদিক শাওন :
নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর পক্ষ থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ ও মিথ্যা মামলা থেকে তার নাম প্রত্যাহার করানোর জন্য জোর দাবি।

জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার বাদী নিহত মিলনের স্ত্রী শাহনাজ। ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। এই ঘটনার প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন এক বিবৃতিতে সাংবাদিক বিল্লাল হোসেন রবিনকে জড়িয়ে যে মিথ্যা মামলা করা হয়েছে এটি একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিকের জন্য সম্মানহানিকর বলে মনে করেন।

উল্লেখ্য, বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর সভাপতি আব্দুস সালাম বলেন, রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে বিল্লাল হোসেন রবিনকে ওই মামলায় উদ্দেশ্যমূলকভাবে হয়রানী করার জন্য জড়িয়েছেন। অবিলম্বে এই মামলা থেকে নিজ দায়িত্বে তার নাম প্রত্যাহার করানোর জন্য জোর দাবী জানাচ্ছি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!