26 C
Dhaka
রবিবার, এপ্রিল ২০, ২০২৫

নবাবগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতে আহত

spot_img

আরো সংবাদ

spot_img
spot_img

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জে মাদক সেবনে বাঁধা দেওয়ায় বখাটে অনিকের ছুরিকাঘাতে ব্যবসায়ী মোঃ খোরশেদ আলম (৫৬) গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাগমারা বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী খোরশেদ আলম বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় গ্রামের সবদার খানের ছেলে। তিনি বাগমারা বাজারের আধুনিক মেটাল ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানের মালিক।

আহতের স্বজনরা জানান, অনিকসহ স্থানীয় কিছু বখাটে খোরশেদ আলমের প্রতিষ্ঠানের পিছনে প্রায় সময় মাদকসেবন করতো। বাধা দিলে মাদকসেবীরা তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের মার্কেটের একটি দোকান দখলের পায়তারা করে। এরই জের ধরে সোমবার বিকালে তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের কাছে এসে ওই বখাটেরা ব্যবসায়ী খোরশেদকে ডেকে নেয়। পরে বখাটেরা তাঁর উপর হামলা করে। এ সময় অনিক নামে একটি ছেলে তাঁর বুকে ও পিঠে ছুরিকাঘাত করে। প্রচুর রক্তক্ষরণ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় স্থানীয় জনতা অনিকসহ ২ জনকে ধরে পিটুনী দেয়। এ সুযোগে অন্যরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা এগিয়ে এসে মারাত্মক আহত অবস্থায় খোরশেদ আলমকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় বাগমারা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেণ্টু বলেন, এরা কয়েকদিন যাবতই বেশ অত্যাচার শুরু করেছে। খোরশেদ যে মার্কেটে ব্যবসা করে ওখানে তাঁরা একটি দোকান তালা দিয়ে দখলের চেষ্টা করেছে। এ ঘটনার প্রতিবাদ করাতেই তাঁর উপর হামলা করেছে।

এদিকে খোরশেদের বড় ভাই আনিস বলেন, এ ঘটনায় নবাবগঞ্জ থানা পুলিশকে খবর দিলেও তাঁরা কেউ ঘটনাস্থলে আসেনি ।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি মোঃ শাহজালাল বলেন, এ ঘটনা আমরা শুনেছি। তবে কেউ কোনো অভিযোগ করেনি।

spot_img
spot_img

জনপ্রিয় সংবাদ

spot_img
spot_img

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
ক্যাপচা ব্যবহারকারীর স্কোর ব্যর্থ হয়েছে। আমাদের সাথে যোগাযোগ করুন!
error: Content is protected !!