নবাবগঞ্জ (ঢাকা) প্রতিবেদক :
ঢাকার নবাবগঞ্জের ১৩নং গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিম এর বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে লিখিত অনাস্থাপত্র দাখিল করেছেন ১২জন ইউপি সদস্য। সোমবার (১৯ আগষ্ট) দুপুরে পরিষদের ১২জন ইউপি সদস্যদের স্বাক্ষরিত একটি লিখিত অনাস্থাপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর জমা দিয়েছেন। পরে অনাস্থাপত্রের অনুলিপি প্রদান করেন গণমাধ্যমকর্মীসহ প্রশাসনে।
চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিমের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে অনাস্থাপত্রে লিখেন, ৩০ কার্যদিবসের মধ্যে পরিষদের প্যানেল চেয়ারম্যান গঠন করেননি। পরিষদের আয়, হিসাব ছাড়াই ব্যয় করতেন চেয়ারম্যান। ২ বছর যাবত সদস্যদের বেতন ভাতাই দেননি তিনি। টিআর, কাবিখা, কাবিটা এবং ১% বরাদ্দের প্রকল্প গুলোতে করেছেন অনিয়ম, স্বেচ্ছাচারিতা।
এছাড়া, ৭টি প্রকল্পের সভাপতি ছিলেন চেয়ারম্যান নিজেই। এতেও করেছেন অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা। সদস্যদের স্বাক্ষর নিয়ে নিজেই তুলে নিয়েছেন প্রকল্পের বরাদ্দৃকত অর্থ। কাউকে জানানোর প্রয়োজনও মনে করেননি তিনি।
গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া আজিম এর মুঠোফোনে জানান, ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অভিযোগ আপনাদের কাছে আছে। আপনারা তদন্ত করে দেখেন।
এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল লিখিত অনাস্থাপত্র পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।