কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি:
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এ্যাডভোকেট নিপূন রায় চৌধুরী বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা নিজের জীবন উৎসর্গ করে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন করেছে। তাদের জীবনের বিনিময়ে দেশ আজ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা জাতির এই বীর সন্তানদের কখনো ভুলতে পারি না। তাদের প্রতি শ্রদ্ধা রেখেই দেশকে সংস্কাররের মাধ্যমে গণতান্ত্রিক পন্থায় একটি সমৃদ্ধশীল বাংলাদেশ গড়তে চাই। বৃহস্পতিবার (৮ আগষ্ট) দুপুরে দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় বিভিন্ন মন্দির পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, বিগত সাড়ে ১৫ বছরে আওয়ামী লীগের অমানবিক নির্যাতন, অত্যাচার ও অবিচারে সাধারণ মানুষ ঘুমাতে পারেনি ঘরে। তাদের গুম খুনের কারণে মানুষ সব সময় আতঙ্কে দিন কাটাতো। তৎকালীন বিএনপির অনেক মানুষের ঘরবাড়ি দখল করে নিয়েছে আওয়ামী লীগের লোকজন। বিএনপি কোন গুম, হত্যা, দখলবাজ রাজনীতি করে না। তাই দখলবাজ চাঁদাবাজ ও লুটতরাজ কর্মকান্ডে যদি বিএনপির কোন লোকজনও জড়িত হয় তাহলে তাকেও কোন ছাড় দেওয়া হবে না। কেউ বিএনপির নাম ভাঙ্গিয়ে দেশে অরাজগতা সৃষ্টি করলে তাকে আপনারা ধরে সেনাবাহিনীর হাতে তুলে দিবেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ থানার বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ঈশা খান, সহ-সাধারন সম্পাদক ইমান আয়াতুল্লাহ মেকিন, থানা যুবদলের সদস্য সচিব আতিকুর রহমান মানিক, সেলিম মোল্লা, মোঃ খোরশেদ, মোঃ জুয়েল মোল্লা, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোহল রানা ও দপ্তর সম্পাদক মোঃ শামীমসহ আরও অনেকে।