সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় মারুফ (৯) নামে বছরের এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে দোহার থানা পুলিশ। শুক্রবার (২৮ জনু) দুপুরে উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মারুফ ফরিদপুর জেলার সদরপুর উপজেলার চার রশি গ্রামের মোঃ জুয়েল এর ছেলে এবং সে উপজেলার জামালচর জামিউল ঊলূম মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র ছিলেন। মারুফ তার মায়ের সাথে উপজেলার জয়পাড়া বড় মাঠ এলাকায় লিয়াকত আলী খানের বাড়িতে ভাড়া থাকতো।
নিহতের মা মরিয়ম আক্তার জানান, শুক্রবার জুম্মার নামাজের পর তিনি কাজে থেকে বাড়ি ফিরে ঘরে ঢুকতে গেলে দেখে ঘরের দরজা জানালা বন্ধ। এ সময় সে তার ছেলেকে অনেক ডাকাডাকি করেন। পরে কোন শব্দ না পেয়ে অনেক্ষণ পর দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করলে দেখেন ঘরের আড়ার সাথে গলায় উরনা পেঁচিয়ে ঝুলছে মারুফ। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর-রশিদ বলেন, ঘটনার পর খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশটি ময়না তদন্তের জন্য ঢাকা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট পেলে মৃত্যুর কারন জানা যাবে।