সিনিয়র প্রতিবেদক :
ঢাকার দোহার উপজেলায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দোহার পৌরসভার ২০২৪-২৫ অর্থ বৎসরের ২৬ তম বাজেটে ৫৭ কোটি টাকার ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ জুন) দুপুরে দোহার পৌরসভার আয়োজনে পৌরসভার কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।
দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন এর সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আলমগীর হোসেন ও বিশেষ অতিথি ছিলেন দোহার উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ জাকির হোসেন ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর-রশীদ।
এ সময় অনুষ্ঠানে দোহার পৌরসভার মেয়র মোঃ আলমাছ উদ্দিন বাজেট বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান এবং নাগরিক সেবার মান উন্নয়নের লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, মাদকমুক্ত, নারী ও শিশুবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক পৌরসভা গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহার পৌরসভার নির্বাহী প্রকৌশলী এমএম মামুনুর রশিদ, পৌর নির্বাহী কর্মকর্তা নাসরিন জাহান, হিসাব রক্ষক কর্মকর্তা মোঃ লুৎফর রহমান, হিসাব রক্ষক মো. আনোয়ার হোসেন, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক সাজ্জাদ হোসেন, যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন মাঝি, উপজেলা যুবলীগের সভাপতি মুহাম্মদ আলমাছ উদ্দিন, পৌরসভা কাউন্সিলর ইসরাত জাহান বনানী, আলমগীর মুবিন, আব্দুস সালাম শুকুর, হুমায়ুন কবির, শওকত হোসেন, পাভেল মাহমুদ নিজাম, ওয়াসিম চোকদারসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ দোহার পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।